কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের জন্য নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার সভাপতি ইস্কান্দার মির্জা, সহ-সভাপতি সাংবাদিক কামরুল হাসান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সোহেল রানা, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সাংবাদিক মনির হোসেন এবংউপদেষ্টা জহুরুল হক বুলবুল প্রমুখ।