আবুল কাশেম রুমন,সিলেট: টানা ৩ দিনের বৃষ্টিপাতে সিলেট জুড়ে জনজীবন দূর্ভোগে পড়েছে। দিনে কিংবা রাতে থেমে থেমে গুগি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের হচ্ছে। আগামী এক সপ্তাহ কমবেশি এই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে সিলেটের আকাশ মেঘলা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু কওে মেঘের পরিমাণ। এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট নগরসহ বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। তবে সেটি খুব বেশি পরিমাণে নয়। হালকা বৃষ্টিতে ভিজে যায় রাস্তাঘাট। এদিকে সিলেটের পাশাপাশি আজ সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, খেপুপাড়া, মোংলা, ঝিনাইদহসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।
Discussion about this post