কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে টাঙ্গাইলের কালিহাতীতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োয়েনটেক COMIRNATY, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের জাতীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু ও সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন প্রমুখ।