মোঃ রাকিব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি : “দাবী শুধু একটাই, স্বীকৃতি ও এমপিও চাই” এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে অনলাইনে আবেদনকৃত দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে কুষ্টিয়া জেলা থেকে দুই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক যাত্রা শুরু করেছে।
গতকাল (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির কুষ্টিয়া জেলার শাখার আহবায়ক রত্না হেরা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেরেবুল ইসলাম মিলন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে পায়ে হেঁটে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতারে উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
দুপুর ২.০০ টার দিকে তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আসলে সেখানে বৃহত্তর কুষ্টিয়া প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তানভীর লিটন ও সাংবাদিক মনোয়ার হোসেনসহ অনেকেই তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় প্রতিবন্ধী বিদ্যালয়ের এই দুই শিক্ষক জানান, আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা যে কতটা অমানবিক জীবন যাপন করছি তার খোঁজ কেউ নেই না,বেতন-ভাতা না থাকায় অনেকটাই থমকে গেছে আমাদের পথচলা। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মানবেতর এই জীবনযাপনের কথা বলতেই পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা।
এবিষয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক অর্পন বলেন, দীর্ঘদিন যাবত বিনাবেতনে দেশের বিপুল সংখ্যক পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধীদের শিক্ষার মান উন্নয়ন ও আত্মনির্ভরশীল করতে আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা দিয়ে যাচ্ছি। স্বীকৃতী ও বেতনভাতা না থাকায় এখন আমরা মানবেতর জীবনযাপন করছি। তাই আমাদের কেন্দ্রীয় কমিটির আহবানে সারা দেশ থেকে পায়ে হেঁটে শিক্ষকরা ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছে।
Discussion about this post