সাত দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা অংশ নেন।
শনিবার (১৫ অক্টোবর) এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ৯ম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা সব ধরনের সুবিধা ভোগ করছেন। কিন্তু স্বাধীনতার এত বছর পরও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার।
তারা বলেন, বেতন স্কেলে যে পরিমাণ বৈষম্য রয়েছে তাতে বর্তমান বাজারে খেয়ে-পড়ে বেঁচে থাকাই কঠিন। সব বৈষম্য দূরীকরণে পে-কমিশন গঠন করে ৯ম পে স্কেল বাস্তবায়ন, পে-কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখা, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬২ করাসহ সাত দফা দাবি জানান সংগঠনের নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।
Discussion about this post