বলিউডের কিং খান শাহরুখের ‘জওয়ান’ সিনেমার স্বত্ব ক্রয়ের প্রস্তাব দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম।
জানা গেছে, সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য ১০০ কোটি রুপি প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু সিনেমাটির পরিচালক এ বাবদ ১৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন। আপাতত এ বিষয়ে দুই পক্ষের কথা-বার্তা চলছে।
এর আগে, সিনেমাটির ফার্স্ট লুক আর টাইটেল অ্যানাউন্সমেন্ট মুক্তি পেয়েছে। আর শাহরুখের লুক প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে যায় দর্শকদের মাঝে।
প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমাটি পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। এ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি। জানা গেছে, শীঘ্রই সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণের কাজ শুরু হবে রাজস্থানে।
Discussion about this post