মোঃ রাকিব হোসেন, কুষ্টিয়াঃ সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুমারখালীর ছেঁউড়িয়ার লালন মাজার প্রাঙ্গনে লাখো ভক্তদের পদচারণায় তিরোধান দিবস পালন উপলক্ষে ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর তিন দিনব্যাপী লালন শাহের তিরোধান দিবসের স্মরণ উৎসব ২০২২ অনুষ্ঠিত হবে। বাউল সম্রাট ফকির লালনের ১৩২ তম তিরোধান দিবস পালন করতে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আখড়া বাড়িতে আসতে শরু করেছেন ভক্ত ও বাউলরা।
স্মরণ উৎসবে আলোচনা সভা, লালন মেলা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমীর আয়োজনে এই স্মরণ উৎসব চলবে তিন দিন। ছেঁউড়িয়ার আঁখড়াবাড়ি লালন মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে রবিবার ১৬ অক্টোবর সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খায়রুল আলম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন সহ অনান্যরা।
Discussion about this post