মোঃ রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়া কুমারখালী বাজারের কাপড়ের হাট ”উপহার লুঙ্গি” এর সত্তাধিকারী মোঃ সাত্তার বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর যে গার্ড অব অনার দেয়া হয় সেটা নিয়ে অশ্লীল মন্তব্য এবং কটুক্তি করে।
তার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য কুমারখালী উপজেলা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ (৬ অক্টোবর) কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখত অভিযোগ করেন।
এ বিষয়ে রবিবার ১৬ অক্টোবর কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিসে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মোঃ সাত্তার এর অপরাধের অভিযোগে তাকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মহসিন হোসাইন বলেন এখনো কোনো লিখত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।