কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অটো ছিনতাই করে চালককে হত্যার চেষ্টা করেছে ছিনতাইকারীরা। আহত অটো চালক উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নজরুল ইসলাম(২৭)।
সোমবার(১৭ অক্টোবর) রাতে উপজেলার জোগারচর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা অটো চালককে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অটো চালকের স্বজনরা জানায়, সোমবার বিকেলে কালিহাতী বাসস্ট্যান্ড থেকে ৪ জন লোক এলেঙ্গা যাবে বলিয়া অটোতে উঠলে এলেঙ্গা গিয়ে বলে আমরা যমুনা যাবো আমাদের নামিয়ে দিয়ে আসো। এলেঙ্গা থেকে যমুনা যাওয়ার পথে জোগারচর এলাকায় পৌঁছাইলে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টা করে রাস্তায় ফেলে অটো নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post