ঢালিপাড়ার রোমান্টিক জুটি শকিব-বুবলী। তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। ব্যক্তিজীবনেও আলোচনার কেন্দ্রে তারা। সম্প্রতি নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনেন তারা।
এ বিষয়ে গণমাধ্যমে কথাও বলেছেন তারা। সম্প্রতি শুটিং নিয়ে ব্যস্ততা বাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বুবলী। নানান সময়ে ছেলে বীরকে নিয়ে তিনি পোস্ট করে থাকেন।
এর ধারাবাহিকতায় শুক্রবার (২১ অক্টোবর) বীরকে নিয়ে আবারও পোস্ট দিয়েছেন বুবলী। ছবিতে দেখা যায়, বুবলীর সন্তান সোফায় বসা, মাথায় টুপি। অন্যদিকে বুবলীর বাবার কোলে বীর। ক্যাপশনে বুবলী লেখেন, ‘জুম্মা মোবারক’।
প্রসঙ্গত, বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ করেছেন এই তারকা জুটি। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।
Discussion about this post