কুমিল্লা জেলার মুরাদ নগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১)মোঃ ছালামত উল্লাহ (৩৫), পিতা-মৃত আলী আকবর, সাং-বড়বিনারচর , থানা-আড়াইহাজার , জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ শামীম (২৫), পিতা-মোঃ আকতার হোসেন, সাং-শশিদল , থানা-বি-বাড়ীয়া , জেলা-কুমিল্লাদ্বয়ের হেফাজত হতে ৯৮ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকারসহ ২১/১০/২০২২ তারিখ ২০০০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Discussion about this post