জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দুই লাখ প্রশিক্ষিত বেকার তরুণ-তরুণীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে বিশেষায়িত ব্যাংকটি মূলধনের সরকারি অংশের ১৩৫ কোটি টাকা চেয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখের অধিক। এর মধ্যে দুই লাখ প্রশিক্ষিত তরুণ-তরুণীর মধ্যে ঋণ বিতরণের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে গতি আনার জন্য সম্প্রতি মূলধনের সরকারি অংশের অপরিশোধিত ১৩৫ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দেয় কর্মসংস্থান ব্যাংক।
অর্থ সচিবের কাছে এ টাকা ছাড়ের বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে তৃতীয়বারের মতো গত ২৭ জানুয়ারি চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে একই বিষয়ে আরও দুবার পদক্ষেপ গ্রহণ করতে বলে অর্থ বিভাগে চিঠি দেয় সংশ্লিষ্ট বিভাগ।
চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা এবং আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে ঋণ সুবিধা আরও বাড়ানো হবে। এ পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে ঋণ সুবিধা জনপ্রতি দুই লাখ টাকা হতে বাড়িয়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম বলেন, তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরামর্শ অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কর্মসংস্থান ব্যাংক থেকে দুই লাখ প্রশিক্ষিত বেকার তরুণ-তরুণীকে জামানতবিহীন বঙ্গবন্ধু যুব ঋণ বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এ কার্যক্রম শুরু করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শত বছর পূর্ণ হবে। সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। এজন্য ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
Discussion about this post