টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা সালমা বেগম (৫০) খুন হয়েছে।সোমবার(২৪ অক্টোবর) রাতে শহরের পৌর এলাকার দুই নং ওয়ার্ডেও বৈল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহাম্মদ আলী সেকের স্ত্রী। এ ঘটনায় জড়িত ছেলে আবুল কালামকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ মো.কালাম মাদকের সাথে জড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কালাম মাদক ক্রয়ের জন্য তার বৃদ্ধা মায়ের নিকট টাকা চায়। টাকা না দিলে সেই আক্রোশে কালামের ছোট ভাই বাড়ির বাহিরে গেলে কালাম তার মাকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর মায়ের লাশ কম্বল দিয়ে পেচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে। কালামের ছোট ভাই ঘরে ফিরে মায়ের লাশ খাটের নিচে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান,এঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।