কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ভুয়া শিশু বিশেষজ্ঞ মাসুদ আহমেদ (৩৬) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা ও ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে মধুপুরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শাহজালাল ফার্মেসী ও ডায়গনাষ্টিক সেন্টারে এ অভিযান চালান। ভুয়া চিকিৎসক মাসুদ আহমেদ বরিশালের মুলাদি উপজেলার বানীমর্দান গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানাগেছে,মাসুদ আহমেদ চিকিৎসাপত্রের প্যাডে নিজেকে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ হিসেবে নাম ছাপিয়েছেন।ডিগ্রি লেখেছেন এমবিবিএস ঢাকা, পিজিটি শিশু, সিসিডি বারডেম, এফসিপিএস মেডিসিন।দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে অবস্থিত শাহজালাল ফার্মেসী ও ডায়াগনষ্টিক সেন্টারে তিনি রোগী দেখতেন।স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে খবর দেয়।পরে শাহজালাল ফার্মেসী ও ডায়গনাষ্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় কথিত চিকিৎসক মাসুদ আহমেদ তার ডাক্তারি পড়াশোনার কোন সনদপত্র দেখাতে পারেন নি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা ও ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, মাসুদ আহমেদ লিখেছেন তিনি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রি নিয়েছেন। কিন্তু আসলে তিনি কোন মেডিকেলে পড়াশোনা করেন নি।
মধুপুরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কথিত ডাক্তার মাসুদ এবং শাহজালাল ডায়াগনষ্টিকের মালিককে জরিমানা করা হয়েছে।
Discussion about this post