কুমারখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত

মোঃ রাকিব হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) : “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি – শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ অক্টোবর) সকালে কুমারখালী থানা পুলিশের আয়োজনে কুমারখালী থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক পদক্ষিন করে থানা চত্বরে এসে আলোচনা সভায় যোগ দেয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসীন হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহীদুল ইসলাম,কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, জেল পরিষদের সদস্য সেলিম হক, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুনর-অর-রশীদ হারুন,পৌর কাউন্সিলর এস এম রফিকসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,এলাকার বিভিন্ন স্তরের শ্রেনী পেশার মানুষ,সাংবাদিক ও গ্রাম পুলিশের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা কমিউনিটি পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও কমিউনিটি পুলিশের কার্যক্রম আরো বেগমান করতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে আরো বেশি সহযোগিতা করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে কেক কেটে কমিউনিটি পুলিশিং ডের কার্যক্রমের সমাপ্তি ঘটে।