কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কালিহাতী থানা প্রাঙ্গণে কালিহাতী থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কমের সভাপতিত্বে ও কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, কালিহাতী থানার ওসি তদন্ত শেখ মনিরুজ্জামান মনির, কালিহাতী প্রেসক্লাবে সভাপতি মীর আনোয়ার হোসেন প্রমূখ।
Discussion about this post