কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন,সকলের সহযোগিতায় নিরাপদ সডক বাস্তবায়ন করা সম্ভব।প্রশাসন জনপ্রতনিধিদের সহযোগিতার মাধ্যমেই নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব হবে।সবাই যদি একটু একটু করে চেষ্টা করি তাহলে অবশ্যই নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব হবে।
“আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি”শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে শনিবার বিকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ডে যানবাহন শ্রমিক,চালক ও মালিকদের সড়ক নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে তিনি এসব কথা বলেন ।
নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির সভাপতিত্ব ওই সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ গ্রহণ করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন এরশাদ ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন,টাঙ্গাইল জেলা বাসমালিক সমিতির সভাপতি খঃ ইকবাল হোসেন,নিরাপদ সড়ক চাই ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,সদস্য সচিব রোকনুজ্জামান রোকন,সমাজ কল্যান সম্পাদক মোঃ মহসিন খান, সদস্য আবু বকর সিদ্দিক,নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু,সাজ্জাদুর রহমান খোশনবিশ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল ঝান্ডা চাকলাদার, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য চাঁদ সুলতানা ও বাসমালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য খ:নাজিম উদ্দিন।অনুষ্ঠান পরিচালনায় করেন টাঙ্গাইল জেলা বাসমালিক সমিতির সম্পাদক শফিউল আলম তুষার। অনুষ্ঠানে যানবাহন মালিক,চালক, শ্রমিকসহ নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল শাখার সদস্যবন্দ উপস্থিত ছিলেন।