কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা সরকারী শামসুল হক কলেজে
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(30 জুন) কলেজ চত্ত্বরে এই বিদায় ও দোয়া’র আয়োজন করা হয়।
সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন,বিশেষ অতিথি হিসেবে অত্র কলেজের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।
এসময় কলেজের প্রভাষক মাজাহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শরিফুল ইসলাম তালুকদার, সহকারী অধ্যাপক হাসান হাফিজুর রহমান, নুরজাহান বেগম, প্রভাষক রুস্তম আলী আকন্দ প্রমুখ।
এছাড়াও বিদায়ী পরিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন, আফরিন জাহান মৌলি এবং নাজমুল হোসেন। এবার ৭৯৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করবেন।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পাঠ করেন, প্রভাষক ড. ইসমাইল হোসেন।