কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত

কামরুল হাসান , টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় অজ্ঞাত এক মানুষিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং ব্রীজ সংলগ্ন কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং ব্রীজ সংলগ্ন কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় শনিবার সকাল ১১ টার দিকে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় অজ্ঞাত এক মানুষিক ভারসাম্যহীন নারী নিহত হন।
পরে স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।