বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আবৃত্তি প্রশিক্ষণ ক্লাশ পরিদর্শন করেন কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ।

আজ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট শাখার নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আবৃত্তি প্রশিক্ষণ ক্লাশ পরিদর্শন করেন কেন্দ্রীয় সভাপতি মিয়া
মনসফ।
সদ্য বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার নির্মিত নতুন কার্যালয়ে
প্রশিক্ষণ ক্লাশ পরিদর্শনকালে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয়
সভাপতি মিয়া মনসফ বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত
করতে শিল্প সাহিত্য সংস্কতি চর্চার কোন বিকল্প নেই। তিনি শিশু কিশোরদের
প্রতিভা বিকাশে সংস্কৃতির বিভিন্ন শাখায় প্রশিক্ষণ নিতে শিক্ষার্থীদের
প্রতি আহবান জানিয়েছেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট শাখার সহ সভাপতি হান্নান শেখ এর
সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মেলার প্রধান উপদেষ্টা ফেরদৌসী বেগম, মাখনলাল
দাস, বাচিক শিল্পী আজমিরী পারউইন লাবনী, জেলা মেলার সাধারণ সম্পাদক
আনিমুল ইসলাম মিঠু, আবৃত্তি প্রশিক্ষণার্থী ফারজানা আক্তার মোহনা।
আলোচনা অনুষ্ঠান শেষে জেলা মেলার আবৃত্তি শিল্পী দলীয় আবৃত্তি পরিবেশন করে
আগত অতিথি ও দর্শকদের মোহিত করে রাখে
সংবাদ প্রেরক-
নজরুল ইসলাম দেলোয়ার