কালিহাতীতে ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও ৬ হাজার ফুট পাইপ বিনষ্ট

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইল  টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিন ও ৬ হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া, কোকডহরা ইউনিয়নের চারান বিল ও বাংড়া ইউনিয়নের বর্তা বিলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।

এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দায়ী ৩টি ড্রেজার মেশিন ও আনুমানিক ৬ হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করেন।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কালিহাতী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, বালু উত্তোলনকারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।