মোঃ রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামে গৃহবধূর নিখোঁজের ২ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। রোববার দুপুর থেকে গৃহবধূ কাকলী নিখোঁজ রয়েছেন বলে তার স্বামীর পরিবারের দাবী করেছেন। এ বিষয়ে গৃহবধূর ভাসুর কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ গৃহবধূ নন্দলালপুর ইউনিয়নের রাজমিস্ত্রী মাসুম হোসেন সেনার স্ত্রী কাকলী খাতুন (১৯)।
গৃহবধূর ভাসুর শাহিন হোসেন জানান, পারিবারিকভাবে ৭ মাস পূর্বে তার ছোট ভাই মাসুমের সাথে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে কাকলী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের ছিলো। গত সোমবার তার ছোট ভাই রাজমিস্ত্রীর কাজে গেলে বেলা ১১ টার দিকে কাকলী তার স্বামীর ব্যবহৃত এন্ড্রয়েড ফোন ও ঘরে রাখা নগদ কিছু টাকা নিয়ে নিখোঁজ হয়। উল্লেখিত দিন বিকেল থেকে তার বাবার বাড়ি সহ বিভিন্ন আত্নীয় বাড়িতে খুঁজেও কাকলীর কোন সন্ধান পাওয়া যায়নি। যেকারণে তিনি কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।