কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বজ্রপাতের ঝুঁকি কমাতে পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে তাল গাছ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে কুমুদিনী সরকারী কলেজ চত্বরে তাল গাছের চারা রোপণ করে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়।
সবুজ পৃথিবীর সভাপতি মো.মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে কর্মসুচীর উদ্বোধন করেন কুমুদিনী সরকারী কলেজ এর অধ্যক্ষ মো. বদরুল আলম।এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোপিনাথ দত্ব্য, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র্র দর, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আ.রাজ্জাক,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সজিব বনিক,সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ,সাংগঠনিক সম্পাদক মো.এরফানুজ্জামান রুনু,এস এস এস –এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।সহিদ মাহমুদ জানান,জলবায়ু পরিবর্তনের কারনে বর্তমানে বাংলাদেশে খুব বেশী বজ্রপাতের ঘটনা ঘটেছে।এ থেকে রক্ষা পেতে পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর ১ লাখ তাল গাছের চারা রোপণ এর উদ্যোগ নিয়েছি।পর্র্যায়ক্রমে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় তাল গাছের চারা রোপণ করবো।
Discussion about this post