কুমারখালীতে বিশ্ব নিউমোনিয়া দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাকিব হোসেন, কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ-উপলক্ষ্যে র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“নিউমোনিয়া প্রতিরোধ করি’ নিউমোনিয়া লক্ষণ দেখামাত্র শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিন” এই নির্দেশনাকে সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাফিজ শাহরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার শামীমা খাতুন, মেডিকেল অফিসার কাজী খাইরুল ইসলাম, মেডিকেল অফিসার আবু সাঈদ বাপ্পী, হোমিওপ্যাথি মেডিকেল অফিসার মতিউর রহমান, ডেন্টাল সহকারী সার্জন সুপ্রিও মালাকার।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।