মোঃ রাকিব হোসেন, কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত মহিলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক ট্রেনের ধাক্কায় রেল লাইনের মধ্যে মহিলার মরদেহ পড়ে থাকেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পুলিশ তাক্ষণিক গিয়ে নিহত মহিলার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে আছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শাটিল নামক ট্রেন, বিপাকে পড়েছেন যাত্রী। ঘটনা স্থলে উদ্ধার কাজে রয়েছেন কুমারখালী থানা পুলিশ।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, ঘটনা শুনতে পেয়ে রেলওয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। নিহত মহিলার পরিচয় এখনো শনাক্ত হয়নি। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।