কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এ উপলক্ষে ফায়ার সার্ভিস ভবন আলোকসজ্জা, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’এবছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
ফায়ার সার্ভিসের কুমারখালী স্টেশন ইনচার্জ বখতিয়ার উদ্দীনের সার্বিক সহযোহিতায় ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী প্রভাষক মাসুদ রানা,থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিক সহ অন্যান্যরা।
Discussion about this post