কুমারখালীতে সরকারী ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণP

মোঃ রাকিব হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীতে সরকারী ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে পিঁয়াজ চাষ ও রোপণের জন্য আধুনিক সিডার যন্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় সরকারী উন্নয়ন সহায়তায় উপজেলার ৫ জন চাষীর হাতে সিডার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান,কৃষি খাতকে আধুনিকায়ন করার লক্ষে সরকার চাষীদের মাঝে ভর্তুকি মূল্যে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে। কৃষকের চাহিদা অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে এই সব কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে।