শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি পরীক্ষায় ১৫টি কক্ষে ভুল প্রশ্নপত্র দেয়া হয়েছে। এই বিষয়টি শিক্ষকদের গাফিলতির কারণে হয়েছে। কারণ নতুন আর পুরনো পরীক্ষার্থীদের এক কক্ষে বসানোর জন্যই এটা হয়েছে। যেটা দেখার দায়িত্ব ছিল শিক্ষকদের। কিন্তু সেটা তারা করেনি।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, এবার এসএসসি পরীক্ষায় ৫ হাজার ৫৮০ সেট প্রশ্নপত্র করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষার জন্যই এটা করা হয়েছে। কিন্তু এরপরও কিছু শিক্ষকের অদক্ষতার কারণে এটা হয়েছে। এসব শিক্ষকের তালিকা করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এমপিও’র ভেরিফিকেশন চলছে। শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে। তবে চূড়ান্ত হতে দেরি হলেও গত বছর জুন থেকেই তালিকাভুক্ত শিক্ষকরা সুবিধা পাবেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
Discussion about this post