মোঃ রাকিব হোসেন, কুমারখালীঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার পৌর এলাকার কাজীপাড়া রেলগেট এলাকায় আগুনে বাড়ির সাথে থাকা গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে। শুত্রুবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় মুদি দোকানদার শফিকুল ইসলাম বাবু শাহ এর গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গোডাউন মালিক শফিকুল ইসলাম বাবু।
বাবু শাহ জানান, দোকানে ছিলাম বাসা থেকে আগুন লাগার খবর পেয়ে আমি সাথে সাথে ছুটে আসি। বাসার গোডাউনটি সম্পূর্ণ পুড়ে চাই হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে জানিনা। তবে গোডাউনটি তালা লাগানো ছিল।
কুমারখালী ফায়ার সার্ভিসের সাব অফিসার প্রদীপ মন্ডল জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি যেহেতু গোডাউনে বিদ্যুৎ সংযোগ নেই সেহেতু তদন্তের পরে জানা যাবে আসলে কি ঘটেছে।