পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাকিবুল সকালে প্রাইভেট পড়া শেষে বাড়িতে এসে ঘরের আঁড়ার সাথে সুঁতার দড়ি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মাহত্যা করে,বিষয় টি জানতে পেরে কুমারখালী থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়,পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয়ে মনের কষ্টে রাকিবুল আত্মহত্যা করেছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসীন হোসাইন জানান, রাকিবের মরদেহেটি উদ্ধার করে কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলেই মৃত্যুর কারণ যানা যাবে। তবে রাকিবুলের যে মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো,অন্য জায়গায় তার বিয়ে হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Discussion about this post