হোসেন বাবলা,চট্টগ্রাম:০৯আগস্ট
গরু-ছাগল,মহিষ বিক্রির মহাৎসব আজ(শুক্রবার) থেকেই ভালো দামে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এই দুই
ক্রেতা সাধারণ সুলভে কিনছেন বলে জানালেন–হাটের ইজরাদার আবুল হোসেন ও পরিচালক,সাবেক কমিশনার হাজী আব্দুল বারেক কোং। তিনি আরো জানাই, কোরবানীর দিন সকাল পর্যন্ত অবিরাম বেচা বিক্রি চলবে।
তবে আজ থেকে পুরো পতেঙ্গা-ইপিজেড বাসিন্দারা পছন্দ সই তাদের পশু ক্রয় করে নিয়ে যাচ্ছেন।কাল থেকে (শনিবার) আরো বেশী বেচা-বিক্রি হবার প্রত্যাশা জানালেন স্থায়ী যুবক মোঃআসিফ ইকবাল জানালেন। স্থানীয় কয়েকজন ক্রেতা জানাই দাম কিছুটা বেশী। তবে ব্যাপারি রা জানালেন কাল/পরশু কিছুটা কমতে পারে।
এদিকে বন্দরের অতি সন্নিকটে সল্টগোলা ক্রসিং(ঐহিত্যবাহি-ইশান মিস্ত্রির)হাটেও অবিরাম বেচা-বিক্রি চলছে বলে জানালেন ইজরাদার আবু সালেহ মোঃ জুয়েল । আজ দুপুর থেকে পুরো বন্দর-ইপিজেড এলাকার বাসিন্দারা পছন্দ মত গরু-ছাগল কিনেছেন।
হাট কমিটি আশা করছে ঈদের২/১দিনের মধ্যেই সূলভে সব গরু-ছাগল বিক্রি হয়ে যাবে।তবে বেশ কয়েজন ক্রেতা অভিযোগ করছেন ব্যাপরিরা এখনো চড়া দাম ধরে রেখেছে। কাল/পরশুর মধ্যে গরু-ছাগল স্বার্থমত কিনতে না পার লে কোরবানী দিতে পারবেন কিনা সন্দেহ দেখাচ্ছে। সবাই আশা ভাল দামে পশু কিনে কোরবানী সারতে
Discussion about this post