বৃহস্পতিবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বিআরডিবি হলরুমে এসব বিতরণ করা হয়।এসময় উপজেলার ২৫ জন চাষীর প্রত্যেককে ৩ কেজি করে মসুরের বীজ ও ২৩ জন চাষীকে ১ কেজি করে ভুট্টার বীজ দেওয়া হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম সায়ফুর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুষ্টিয়া উপ-অঞ্চলের অপ্রধান শস্য বিশেষজ্ঞ এইচ এম সারোয়ার হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সহ-সভাপতি তানভীর লিটন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা কর্মচারীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Discussion about this post