রাকিব হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মৎস্য চাষিদের মাঝে মনোসেক্স তেলাপীয়া মাছের চাষ প্রযুক্তির প্রদর্শনীর মাছের পোনা ও উন্নতমানের ফিড খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলার দশটি সিআইজি ভুক্ত মৎস্য চাষিদের মাঝে প্রত্যেককে ৬ হাজার পিচ মনোসেক্স তেলাপীয়া মাছের পোনা ও ১২৫ কেজি উন্নতমানের ফিড খাবার এবং প্রদর্শনী সাইনবোর্ড বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে কুমারখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের আওতায় এসব মৎস্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খাঁন,উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।