কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ কালিহাতী্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোল চত্ত্বর থেকে দুইশ গজ পশ্চিম পাশে আনুমানিক (২২) বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৭ টার দিকে স্থানীয় লোকজন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোল চত্বরের পশ্চিম পাশে গাছে ঝুলন্ত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থানার এসআই মাজেদুল ইসলাম জানান, ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোল চত্বর থেকে দুইশ গজ পশ্চিম পাশে খবর পেয়ে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Discussion about this post