কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামে এক যুবকের লিঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার রাত ৩ টার দিকে উপজেলার আটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজগর আলীর চাচী মর্জিনা বেগম জানান, রোববার রাত ৩ টার দিকে নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে চেঁচামেচি করছেন। তার শরীর ও ঘরের বিছানায় রক্তে ভিজে গেছে। কে বা কাহারা এ ঘটনা ঘটেছে জানা যায়নি।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কাহারা এঘটনা ঘটেছে জানা যায়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Discussion about this post