কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুন প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল বাছেত।
এসময় সমাবেশটি সঞ্চালনা করেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
Discussion about this post