কুষ্টিয়ার কুমারখালীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজউৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলামের সভাপতিতে প্রশিক্ষণ কর্মশালাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডঃ হায়াত মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ
উপজেলা পাট কর্মকর্তা মোঃ সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা মূখ্য পরিদর্শক সোহরাব উদ্দিনসহ অনেকেই।
প্রশিক্ষণ কর্মশালা শেষে উপজেলার ৫০ জন পাট চাষীর মাঝে প্রত্যেককে ৫০০ টাকা করে সম্মানী ভাতা,খাতা,কলম ও একটি করে পাটের ব্যাগ প্রদান করা হয়।