মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভূক্ত ০১জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

র‌্যাব-৩ এর অভিযানে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ আঃ মালেক গ্রেফতার।

 

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ আঃ মালেক(৩৮), পিতা-মোঃ সিদ্দিক, সাং-কাশিনাথঝাড়, থানা-লালমনিরহাট, জেলা-লালমনিরহাটকে ০৪/১২/২০২২ তারিখ ০০৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার।

তিনি আরও জানান, ধৃত আসামী ১৮/০৫/২০২২ তারিখের একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।