রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ ৯ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার দামাল সন্তান বীর মুক্তিযোদ্ধা ও কুমারখালীর মুক্তিকামী মানুষেরা বিজয়ের লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন।
কুমারখালী প্রশাসনের আয়োজনে সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরাল পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
সেখানে পতাকা উত্তরনের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফ হোসেন।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সমাজ সেবা কর্মকতা মোহাম্মদ আলী, পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনছুর মজনসহ কুমারখালী বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ।