কালিহাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কামরুল হাসান , টাঙ্গাইল প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে একটি র্যালী বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনসুর, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

এসময় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।