টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে তালগাছ রোপন কর্মসূচির উদ্ভোধন

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে তাল গাছ রোপণ কর্মসূচির উদ্ভোধন।

বজ্রপাতের ঝুঁকি কমাতে পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে ১২ ডিসেম্বর সোমবার সকালে টাঙ্গাইলের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাল গাছের চারা রোপণ করা হয়।

সবুজ পৃথিবীর উদ্যোগে দেশ ব্যাপি ১ লক্ষ তাল গাছ রোপণ কর্মসূচীর আওতায় সকালে টাঙ্গাইলের দিঘুলিয়া পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাল গাছ রোপণ এর মধ্যে দিয়ে আজকের কর্মসূচী শুরু করা হয়। দিঘুলিয়া পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন এর সভাপতিত্বে কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সবুজ পৃথিবীর উপদেষ্টা আজহারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ এরফানুজ্জামান রুনু। সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ এর দিক নির্দেশনায় ১৫ টি বিদ্যালয়ে তাল গাছ রোপণ করা হয়। এই কর্মসূচী নিয়মিত চলবে।