রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মাহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিক জনতার আয়োজন ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু ম্যূরাল চত্তরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের পরিচালনায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবকুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, ডাঃ তামিম আহমেদ খানসহ প্রমূখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।