বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন বলেছেন, প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সকল স্বপ্ন পূরণ করা হবে। মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ ও শেখ পরিবারের বিশ্বস্ত কর্মী ছিলেন। পানগুছি নদীতে ব্রীজ নির্মানসহ তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
শেখ হেলাল উদ্দিন মঙ্গলবার বেলা ২টায় প্রায়াত এমিপ ডা. মোজাম্মেল হোসেনের গ্রামের বাড়িতে কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় একথা বলেন।
তিনি আরো বলেন, এ আসনের উপ নির্বাচনে নেত্রী যাকে নমিনেশন দিবেন তার হয়ে সকলে মাঠে থাকবেন। উল্লখ্য, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন গত ১০ জানুয়ারি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আগামি ২১ মার্চ এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটর সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু, কেন্দ্রীয় আ. লীগ সদস্য এ্র্যাড.আমিরুল আলম মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, প্রায়াত এমপি ডা. মোজাম্মেল হোসেনের ছেলে ড. মাহমুদ হোসেন বিপু এসময় তার সাথে ছিলেন।
এ ছাড়াও মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ্-ই- আলম বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, বাগেরহাট উপজেলা চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, মেয়র মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ার ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মাহমুদ আলী, আসাদুজ্জামান মিলন, বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে এক পথসভায় বক্তব্যদেন শেখ হেলাল উদ্দিন এমপি।
Discussion about this post