কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতীতে সেবা লাইন পরিবহনের যাত্রীবাহি একটি বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের
আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এস আই শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে অজ্ঞাত ওই যুবক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ থেকে ছেড়েআসা ঢাকাগামী সেবা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পলাতক রয়েছেন।
Discussion about this post