রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষাথীদের চার বছর মেয়াদী শাম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে অদম্য মেধাবী শিক্ষাথী সংগ্রামী অভিভাবক গুনি শিক্ষকদের সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শাম ফাউন্ডেশনের আয়োজন ও তত্ত্বাবধানে ২৬ ডিসেম্বর সকালে কুমারখালী উপজেলার দরবেশপুর জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগের অধ্যাপক ডঃ সরওয়ার মোর্শেদ, চেয়ারম্যান শরিফুল ইসলাম মাছুম, কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুত্তালিব, উপদেষ্টা শাম ফাউন্ডেশন আব্দুল খালেক স্যার, বীর মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি এ টি এম আবুল মনসুর মজনু, কবিতা পরিষদের সাবেক অর্থ সচিব আব্দুর সাদিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক অন্যনা জুলফিকার শিউলী, কুমারখালী উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, কবি ও লেখক সোহেল আমিন বাবু, কুমারখালী ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্য আব্দুর রহমান, কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন হক কনা, জি ডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, কুমারখালী জগন্নাথপুর আইডিয়া কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান, কাঙ্গাল হরিণাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, ভোরের কাগজে প্রতিনিধি সাংবাদিক হাবীব সোহানসহ বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ শিক্ষক ছাত্র ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা, কবি লেখক, বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক প্রমূখ।
এ সময়ে অদম্য মেধাবী শিক্ষাথী সংগ্রামী অভিভাবক গুনি শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
শাম ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় বৃত্তিদানে অংশগ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢাকা কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি আব্দুস সালাম, কুষ্টিয়া দিশা, ঢাকা লুবনা প্রাঃ লিঃ এম ডি রেজোয়ানুল ইসলাম রিজু, আমেরিকা বোস্টন বুলবুল হোসেন, দক্ষিন কোরিয়া সাইদুর রহমান মিঠু, কুষ্টিয়া কুমারখালী মোঃ ইসা চ্যারিটি ফান্ড।
Discussion about this post