কামরুল হাসান ,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বিলমুড়িল চৌধুরী মালঞ্চে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘রুপালী ব্যাংক লিমিটেড ‘। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১০ ঘটিকায় বিলমুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭০০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় রুপালী ব্যাংক লিমিটেড সবসময় পাশে রয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদেরও নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এসময় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইলের ডিজিএম মো. আব্দুল কাদের জিলানী, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট হাজী মাহমুদ আলম, বিশিষ্ট সমাজকর্মী শাহেদা সুলতানা লুনা, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. মুহম্মদ মেহেদী হাসান, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মতিয়ার রহমান মন্টু।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।
Discussion about this post