কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে শীত মৌসুমে গরীব ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বরুপ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০২ জানুয়ারী) সকাল ১১ টায় কালিহাতী পৌরসভা চত্বরে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।
Discussion about this post