রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী শেরকান্দি হরিজন পল্লী থেকে দুইশত বিশ গ্রাম গাঁজাসহ প্রদীপ বাশঁফোড় ও রাম বাবু বাঁশফোড় নামে দুই মাদক ব্যবসায়ীকে নিজ বাসা থেকে আটক করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টার সময় কুমারখালী হরিজন পল্লী থেকে মৃত দুলাল বাঁশফোড় ছেলে রাম বাবু বাঁশফোড় (২৪) ও নেবুলাল বাঁশফোড় ছেলে প্রদীপ বাঁশফোড় (২৫) গাজাসহ আটক করে কুমারখালী থানায় সোপর্দ করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
না প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানায়, কুমারখালী হরিজনপল্লীতে দীর্ঘদিন যাবত হরিজন সম্প্রদায়ের কিছু মানুষ প্রকাশ্যে মাদক ব্যবসা করছে তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কঠোরভাবে নিতে হবে। তা না হলে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে। এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
বিভাগীয় পরিদর্শক মোঃ বেলাল হোসেন বলেন, কুমারখালী হরিজন পল্লীতে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ তাদের আটক করা হয়। এই বিষয়ে কুমারখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।