বঙ্গবন্ধু সেতু সড়কে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সিয়াম হোসেন (১৬) কে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত তানভীর হোসেন (২৫) মির্জাপুর উপজেলার গবরা এলাকার আকবর হোসেনের ছেলে। হতাহতরা সম্পর্কে মামা ও ভাগিনা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হোসেন জানান, হতাহতরা বঙ্গবন্ধু সেতু থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি বালু ভর্তি ট্রাক তাদেরকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। পরে পুলিশ গিয়ে আহত সিয়ম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।