কুষ্টিয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

রাকিব হোসেন, কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ৪২ পিসস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে জেলার বিশেষ শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার রাত ১১ টার দিকে উপজেলার চাদপুর ইউনিয়নের গোবরা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
এসময় তাঁদের কাছ থেকে সুজকি জিক্সছার মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ডিবি পুলিশ।

আটককৃত তানভির আহমেদ শাকিব (২১) উপজেলার চাদপুর ইউনিয়নের চাদপুর মধ্যপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে এবং ফজলে রাব্বী (২০) ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের উজির আলীর ছেলে।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন বলেন, ডিবি পুলিশ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।